Wednesday, November 19, 2025

ট্রেনে মহিলা যাত্রীর সুরক্ষা: RPF-র টিম ‘অপারেশন রক্ষিতা’

Must read

দূরপাল্লার ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বছর কয়েক আগেই ‘সহেলি’ নামে একটি অ্যাপ লঞ্চ করেছিল রেল। এ বার লোকাল, প্যাসেঞ্জার ও দূরপাল্লা— সব ধরনের ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল শুরু করল ‘অপারেশন রক্ষিতা’।

আপাতত কেরালার চারটি রেলওয়ে ডিভিশনে এই ব্যবস্থা চালু করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে। আগামী দিনে দেশের সব ক’টি রেলওয়ে জ়োনেই এই ব্যবস্থা চালু হতে চলেছে বলে রেলকর্তারা জানিয়েছেন।

কেরালার একটি ঘটনার পরে রেলরক্ষীবাহিনী অর্থাৎ আরপিএফ–কে তৎপর ও সতর্ক থাকতে বলে মহিলাদের নিরাপত্তার জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে মদ্যপ এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে লাথি মেরে ফেলে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে ট্রেন ও স্টেশনগুলোয় মহিলাদের নিরাপত্তার অভাব কতটা, সেটা ফের স্পষ্ট হয়। তার পরেই, কেরালায় রেলের যে সব ডিভিশন রয়েছে, সেখানকার কর্তারা বিশেষ কোনও পদক্ষেপ করার পরিকল্পনা করেন। ‘অপারেশন রক্ষিতা’ তারই ফসল।

রেলের তরফে জানানো হয়েছে, ওই প্রকল্পে মহিলা রেলরক্ষীদের নিয়ে তৈরি বিশেষ একটি টিম সব ধরনের যাত্রিবাহী ট্রেনের মহিলা কামরা ও অন্য সব কামরায় ক্রমাগত টহল দিয়ে বেড়াবেন। তা ছাড়া, বিভিন্ন স্টেশনে এবং স্টেশন সংলগ্ন যে সব জায়গা রেলের আওতায় পড়ছে, সে সব জায়গাতেও মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবেন তাঁরা।

মহিলা যাত্রীদের কেউ উত্ত্যক্ত করছেন, এমনটা দেখা মাত্রই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই স্পেশ্যাল টিমের সদস্যদের। পাশাপাশি, তাঁদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে কোনও যাত্রী অপ্রকৃতিস্থ বা মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছেন বা রেলস্টেশনে রয়েছেন কি না, সে দিকেও নজর রাখার। এমন কোনও যাত্রীকে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে।

রেল জানিয়েছে, ইতিমধ্যেই ৩৮টি স্টেশনে ব্রেদালাইজ়ার নিয়ে টহল দিতে শুরু করেছেন মহিলা রেলরক্ষীরা। তাঁদের সাহায্য করছেন রেল পুলিশ এবং স্নিফার ডগ নিয়ে বিভিন্ন রাজ্য পুলিশের কর্মী ও অফিসাররাও।

রেল জানাচ্ছে, ‘সহেলি’ অ্যাপ যখন লঞ্চ করা হয়েছিল, সেই সময়ে দূরপাল্লার ট্রেনের মহিলা যাত্রীদের মধ্যে যাঁরা একা সফর করছেন, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে মহিলা রেলরক্ষীরা নিজেদের ফোন নম্বর দিয়ে রাখতেন। যাতে কোনও সমস্যায় পড়লে আরপিএফ–কে তাঁরা ওই নম্বরে ফোন করতে পারেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article