Wednesday, November 19, 2025

পর্যটকদের জন্য সুখবর, বাড়ল দিঘা পাঁশকুড়া লোকাল ট্রেনের মেয়াদ

Must read

আন্তর্জাতিক :

দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় থেকে রেল কর্তৃপক্ষ দিঘা পাঁশকুড়া দুটি লোকাল স্পেশাল ট্রেন দিয়েছিলো। উদ্বোধনের পর থেকে দিঘায় ট্রেনের যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। ট্রেন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন দুটির মেয়াদ বাড়ায় রেল কর্তৃপক্ষ। আবার মেয়াদ বাড়ানো হলো ট্রেনের। বাড়িয়ে সময়সীমা করা হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। আবারও ০৮১১৭ ও ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, তাঁরা অত্যন্ত খুশি যে, এই ট্রেনের সময়সীমা বাড়ানো হয়েছে। সংগঠনের দাবি, এখন দিঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে। ফলে আরও বেশি ট্রেনের প্রয়োজনীয়তা বাড়ছে। হাওড়া পর্যন্ত লোকাল চালানোর দাবিও করেছেন তাঁরা।

০৮১১৭ আপ লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দিঘা পৌঁছয় সকাল ৯টা ২০ মিনিটে। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় ঢোকে। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ অন্যান্য স্টেশনেও দাঁড়ায় এই ট্রেনটি। ফলে শুধু দিঘা নয়, যে সমস্ত পর্যটক মন্দারমণি এবং তাজপুর যেতে চান, তাঁদেরও সুবিধা হয়।

শীত পড়লেই ভ্রমণ পিপাসুদের কাছেপিঠে বাড়ানোর মন করে। ফলে ডিসেম্বর মাসে দিঘায় আরও পর্যটকদের ভীড় বাড়বে। আর এই ট্রেন গুলি সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ।।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article