ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট নিয়ে বিস্তারিত….

0
131

আগামী ২৩ এপ্রিল সকাল ৮ টা থেকে অনলাইনে ও স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। অনলাইনে ৫০% এবং কাউন্টারে ৫০% টিকেট পাওয়া যাবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত।এবার যাত্রীদের এনআইডি/জন্ম সনদ/স্টুডেন্ট কার্ড কাউন্টারে প্রদর্শন পূর্বক টিকিট ক্রয় করতে হবে। এসব ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না। কাউন্টার থেকে একজন সর্বোচ্চ ৪ টি টিকেট নিতে পারবে। নারী ও প্রতিবন্ধীদের জন্য থাকবে আলাদা কোচ। ঈদযাত্রার বিক্রি হওয়া কোনো টিকিট ফেরত নেওয়া হবে না।কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কেনার চাপ কমাতে অঞ্চলভেদে রাজধানীর ৫টি স্টেশনে ভাগ করে দেয়া হয়েছে ঈদের অগ্রিম টিকিট। ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

অঞ্চলভেদে স্টেশন গুলো হলোঃ

🔻⛔ কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনা স্পেশাল (ঢাকা-কলকাতা রুটের বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেসের রেক দিয়ে চালু হবে) ট্রেনের টিকিট দেওয়া হবে।

⛔ বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে।

⛔ তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট দেওয়া হবে।

⛔ শহরতলি/ফুলবাড়িয়া স্টেশন (ঢাকা পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

অগ্রিম টিকেট বিক্রির তারিখঃ 🔻

ঈদের সম্ভাব্য তারিখ ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

⛔ ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৩ এপ্রিল।

⛔ ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল,

⛔ ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল,

⛔ ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল,⛔ ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

ঈদ স্পেশাল ট্রেনঃ

🔻⛔ আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।

⛔ দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।

⛔ খুলনা স্পেশাল (ঢাকা-কলকাতা রুটের বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেসের রেক দিয়ে চালু হবে) খুলনা-ঢাকা-খুলনা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

⛔ শোলাকিয়া স্পেশাল-১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here