দক্ষিণাঞ্চলেও রেললাইন হবে: প্রধানমন্ত্রী

0
117

দেশের দক্ষিণাঞ্চলেও রেললাইন স্থাপন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সেবার মানোন্নয়নে লোকবল বাড়ানো হবে। রেলের বহরে সদ্য সংযুক্ত নতুন ৪৬টি লোকমোটিভ ঈদযাত্রা নির্বিঘ্ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি রেলসেবা বন্ধ করতে চাইলেও বর্তমান সরকার এ সেবা সম্প্রসারিত করেছে। আমরা বিআরটিসিকে যেমন লাভবান করেছি, রেলকেও করব। যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়।
 বাংলাদেশের রেলের ইতিহাস প্রায় দেড়শ’ বছরেরও বেশি। যুগে-যুগে অবহেলা আর পরিকল্পনাহীনতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে এখন ক্রমেই আধুনিক রেল নেটওয়ার্কের পথে বাংলাদেশ। রেলের লাইন সম্প্রসারণ এবং আধুনিকায়নে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের ধারায় এখন চেষ্টা চলছে নদীবেষ্টিত দক্ষিণ জনপদেও রেললাইন স্থাপনের। আসছে ঈদে স্বাচ্ছন্দ্য যাত্রা নিশ্চিত করতে বহরে যোগ হয়েছে সদ্য কেনা ৩০টি মিটারগেজ এবং ১৬টি ব্রডগেজ লোকমোটিভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here