সিলেটগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে ৩ ঘণ্টা বিঘ্ন ঘটেছে। গতকাল সকাল ৬টা ও ১০টায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। তবে অন্য ট্রেনের শিডিউল না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
সিলেট রেলস্টেশনের স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস গতকাল সকাল ৬টায় সিলেট ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লালমাটিয়া এলাকায় আসামাত্র ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে লালমাটিয়া এলাকায় ট্রেনটি আটকা পড়ে। এ অবস্থায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে পৌঁছান। পরে সকাল ৭টার দিকে একটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়। তবে এ সময়ের মধ্যে অন্য কোনো ট্রেন চলাচলের শিডিউল না থাকায় রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি।
অন্যদিকে মৌলভীবাজারের মনু এলাকায় গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে পারাবত ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে সুরমা মেইলকে লাইন থেকে সরিয়ে লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। এতে তিন ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সজীব কুমার মালাকার বলেন, ট্রেনের শিডিউল না থাকায় খুব একটা ঝামেলায় পড়তে হয়নি। বিকল্প ব্যবস্থায় উদ্ধার হওয়া গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
সূত্র:বণিক বার্তা