আলোচিত ও বহুল প্রতীক্ষিত কক্সবাজার-দোহাজারী রেলপথ আগামী অক্টোবরের শেষ সপ্তাহে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর একটা তারিখ দেওয়া আছে। এটা ঠিক থাকবে কি না এখনো নিশ্চিত নই। ওই দিন আবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধনেরও তারিখ দেওয়া আছে। একইদিনে দুটি বড় প্রকল্প উদ্বোধন করা নিয়ে অনেকের (স্থানীয় সাংসদ) মনে প্রশ্ন আছে। আবার প্রধানমন্ত্রী দেশের বাইরে (যুক্তরাষ্ট্র) থেকে ফিরে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তারিখ পরিবর্তনের সম্ভাবনা আছে।
তাহলে এটি এগোবে না পেছাবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হয়ত একদিন এগোতে পারে বা পেছাতে পারে।
প্রকল্পটি উদ্বোধনের কথা ছিল চলতি মাসেই। তবে আগস্ট মাসে অতি বৃষ্টিতে এ রেল লাইনের তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। যা নিয়ে সমালোচনার মুখে পড়ে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর উদ্বোধনের সময় পিছিয়ে দেওয়া হয়। এখন প্রধানমন্ত্রীর সময় ও ক্ষতিগ্রস্ত অংশের কাজ শেষ করার ওপর নির্ভর করছে উদ্বোধন।
যদিও রেলওয়ের একটি সূত্র বলছে, ২৮ অক্টোবর উদ্বোধন ধরেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এ প্রকল্পের কাজ পুরোদমে চলায় প্রায় এক বছর আগেই তা সমাপ্ত হতে যাচ্ছে।
২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়। রেলপথটি নির্মিত হলে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের পর ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।