ভারত, নেপাল ও ভুটান সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে: রেলপথ মন্ত্রী

0
136

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। শনিবার (১৪ অক্টোবর) বিকালে রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে তিনি এসব কথা বলেন। 

রেলপথ মন্ত্রী সুজন বলেন, মোংলা-খুলনা রেলপথের রূপসা নদীর ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পূর্ণ হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পূর্ণ হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া দুই থেকে তিনটি ব্রিজে ক্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে ক্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ক্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে৷ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ নভেম্বর মোংলা থেকে খুলনা রেলপথ উদ্বোধন করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here